বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে, উল্টোপাল্টা কাজ না করলে তার যেন দিনই কাটতে চায় না। আবারও সংবাদ শিরোনাম হলেন তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়ে। অপরাধ? জনসম্মুখে অশালীন আচরণ!
উল্লেখ্য, ২০০১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় আলোচনায় আসেন পুনম। তিনি তখন ঘোষণা করেছিলেন যে, ভারত চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হবেন। ২০১২ সালের আইপিএলেও তিনি কলকাতা নাইট রাইডার্সের পক্ষে একই ইচ্ছা প্রকাশ করেছিলেন।
পুনমের বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে মুম্বাইয়ের মিরা রোডে গাড়ির ভেতর ছেলেবন্ধুর সঙ্গে অশালীন অবস্থায় দেখা যায় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুনমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সাজা ভোগ করতে হয়নি। শুধু সতর্ক করে অল্প কিছুক্ষণ পরই তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এদিকে খবরটি ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ভিন্ন এক গল্প ফেঁদে বসেন পুনম। এক টুইটার-বার্তায় তিনি লেখেন, ‘গাড়ির ভেতর বসে আমার এক ভাইয়ের সঙ্গে গান শুনছিলাম। গাড়ির ভেতর গান শোনা নিশ্চয়ই কোনো অশালীন আচরণ নয়। অযথাই আমাকে নিয়ে এ রকম আজেবাজে খবর রটানোর কোনো মানে হয় না।’

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.