ধ্রুব সরকার

তুমি জ্যোৎস্না হইয়না আমি ভুলে যেতে চাই জ্যোৎস্না জড়ান অতীত। মেখে রঙ সাদা কাল আমি চাইনা হতে রঙ্গিন। তুমি রোদ্দুর হইয়না আমি পারবোনা নেভাতে প্রদীপ ঘন কুয়াশার আচ্ছন্নতা আমায় ডাকছে প্রতিদিন। তুমি দুঃখ হইয়না এতকাল পথে দুঃখই পেয়েছি কেবল, শুধু একটু সুখ হয়ে এস, এতটুকু। আমি একবার অন্তত একটিবার হাসতে হাসতে বলতে পারব আমি সুখি। তুমি বৃষ্টি হইয়না, এই শীতে এমনিতেই থর থর কম্পন হরদম, কী করে রুখব তোমায়। চৌচির ফাটা মাঠ যখন, তখন এস। কৃষক হাসবে তোমায় দেখে, আর আমার টান টান গতর ভিজবে তোমার জলে। তুমি শরৎ রচনায় বিমুখ হইয়না আমি সেটাতেই পড়ে থাকি দিনমান। আর যে বাঁশিওয়ালা, বাঁশি বাজাতে বাজাতে গরু চড়ায় তার সাথেই আমার দুপুর কাটে। সন্ধ্যে হলেই আমার যত চিন্তা, কেউ থাকে না, সূর্য ডুবে যায় পাখিরা নীড়ে ফেরে,গরুগুলো খোয়াড়ে শুনশান সবকিছু। আর আমি প্রতিক্ষায় থাকি, তোমার নিরবতা ভাঙ্গার।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.