মডেল মানেই তো গ্ল্যামার। নিখুঁত মেকআপ, ঝলমলে আলো, স্টাইলিশ পোশাক আর অসাধারণ হেয়ার স্টাইলে মডেলরা হয়ে ওঠেন স্বর্গের অপ্সরী। কিন্তু সেই মডেলদেরকে মেকআপ ছাড়া কেমন দেখায়? অনেকেরই হয়তো দেখতে ইচ্ছে করে মডেলদের মেকআপ ছাড়া রূপ।
বাংলাদেশের মডেলিং জগতে বর্তমানে সবচাইতে জনপ্রিয় মডেলদের একজন হলেন মেহেজাবিন। নিজের মিষ্টি হাসি, প্রাণবন্ত চোখ ও প্রতিদিনের ফেসবুক আপডেট দিয়ে ভক্তদের মন খুব অল্প সময়েই জয় করে নিয়েছেন এই সুন্দরী। কখনও কি মেকআপ ছাড়া মেহেজাবিনকে দেখতে ইচ্ছে করেছে আপনার? যদি ইচ্ছে করে থাকে তাহলে দেখুন মেকআপ ছাড়া মেহেজাবিনের কিছু ছবি।
সব সময়েই গ্ল্যামারাস মেকআপে দেখা মেহেজাবিনের মেকআপ ছাড়া ছবি দেখে নিশ্চয়ই চমকে গিয়েছেন তাই না?
মেকআপ ছাড়া সাদামাটা লুকে কেমন লাগছে মেহজাবিন কে?
বান্ধবীর সাথে একদমই ঘরোয়া লুকে মেহজাবিন এর একটি সেলফি দেখুন।
বান্ধবির সাথে তোলা মেকআপ ছাড়া দুটি সেলফি।
শুটিং এর মেকআপের আগে একেবারেই সাদামাটা লুকে তোলা মেহজাবিনের দুটি ছবি।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.