শেখ মোহাম্মদ শরিফ ইসলাম 

বিশ্বকাপ ফুটবল খেলার ধারে কাছে বাংলাদেশর ফুটবল দল নেই। তবুও বিশ্বকাপ ফটবল সব সমায় বাংলাদেশে উৎসবে পরিণত হয়। এবং এই উৎসব সৃষ্ট হয় বেশির ভাগ লাতিন আমেরিকার দুই দল আর্জেণ্টিনা ও ব্রাজিলকে ঘিরে। ব্রাজিলের দুংখ জনক পরাজয়ে বাংলাদেশের ফুটবল উৎসব অর্ধেক মরে গেছে,
আজ আর্জেণ্টিনার খেলা, আজ আর্জেণ্টিনা হেরে গেলে বাংলাদেশের বিশ্বকাপ এখানেই শেষ। আমি আর্জেণ্টিনার সমর্থক বলে বলছিনা,আমি চাই বাংলাদেশের বিশ্বকাপ উৎসব ফাইনাল পর্যন্ত থাক।
উৎসব মহাউৎসবে পরিনত হতো যদি ব্রাজিল ফাইনাল পর্যন্ত থাকতে পারতো।
মানুষের আশার তো শেষ নেই,
তাই স্বপ্ন আর আশায় বুক বেধে থাকলাম, খুব নিকটেই যেন শেষ হয় আর্জেণ্টিনা/ব্রাজিল নিয়ে উৎসব, মহাউৎসব হবে একটাই
আমরা বাংলাদেশি-----
বিশ্বকাপ ফুটবলে * বাংলাদেশ *
বিভাগ: ,

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.