আমি না, আমরাও না
এ দেয়াল তোমার রচনা।
এ ভাঙ্গার টানেবান বুঝি ডেকেছে অন্তরে!
না না, থিতু হও, যে ভাবে আড়ালে আছো
দেয়ালের ওই পাশে ওই ভাবে নিরুদ্দেশ হও,
কখনো লাজুক মন উতলা উন্মুখ হলে
আমাকে উদ্দেশ্য না হয় বানিও তুমি
বিরহের টুকটাক কথা কিছু কও।