সাইফুল্লাহ মাহমুদ দুলাল


ল্যাব-টিউবে ঘুমন্ত গম গবেষণার অসমাপ্ত উপন্যাস রেখে...
কৃষিবিদ জলপরীকে জড়িয়ে নিয়ে সুইমিং পুলের জলঘরে ডুবে ডুবে সাঁতার খেলেঘুমায়।
উপরেঊর্দ্ধে ঢেউসিঁড়ি সারি সারি মেঘ মার্চ করতে করতে চলে যায় অলস আকাশে।
বাতাসের সাথে বাতাসসন্ধি করেবন্ধি করে বন্ধনের সন্ধিঃক্ষণে রন্ধনের নান্দনিক গন্ধঘ্রাণ,
ঘ্রাণ আর রঙের নিজস্ব ভাষা নেই।




#
একজন কৃষক ষড়যন্ত্র বুঝেনাবুঝে ষড়ঋতুর ঋতুবতী শষ্যের শরীরমৃত্তিকার মন,
ষড়ঋতু মানে ছয় ভাইবোনএকান্নবর্তী এক হাড়িতে ছয় ভাইবোনের রন্ধন।
সে সুইমিং পুল চিনে নাজানে জলের জোয়ারভাটা।
পাঠ করে নক্সিমাঠের মন্ত্রদেখে বজ্রবিদ্যুতের আকাশবাতাসের স্তন।
তার মুখস্ত বন্ধনের সন্ধিঃক্ষণে নান্দনিক রন্ধনের পূর্ব প্রস্তুতি এবং পূর্ব পুরুষ!
#
কৃষক কোনো কৃষিবিদ নয়সে চাষীজানে চাষবাসের ভাষা।
যে ভাষার বর্ণমালা নেই।
জুন ১৫২০১৪

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.