বিশ্বজিত চৌধুরী
আয় মেয়ে, তোর্ শরীর জুড়ে বর্ষা-শাড়ি বুনে দিই
মেঘ জমিনে বিজলি আঁচল, বৃষ্টি বুটি গুনে দিই.
সাপের মত খাল উঠবে খলবলিয়ে
বইবে জোয়ার রক্ত শিরার মধ্য দিয়ে
তারপরে তুই আসিস নেমে আমার বুকের খরাতে
দেহের কালো নৌকা আমার আটকে আছে চরাতে।