সাময়িকী.কম
বিস্ময়কর এই পৃথিবীকে আমরা দেখে আসছি নানা ভাবেই। টিভিতে, পত্রিকায় কিংবা ইন্টারনেটে ছবিতে দেখেছি নানা অদেখা স্থানের ছবিও। ভিন্ন মাত্রায়, ভিন্ন ভিন্ন দিক হতে তোলা ছবিতে আমরা পৃথিবীর বিভিন্ন স্থান দেখে হয়েছি বিস্মিত। সে যাইহোক, এবার আমরা নিচের ক্ষুদ্র জিনিসগুলোর ছবিগুলোই না হয় দেখি, তারপর মিলিয়ে নেই কী দেখেছি, না দেখেছি:

১। পানির নিচের শৈবালের ছবি:

২। বিছিয়ে রাখা সিডি বা গ্রামোফোনের ডিস্ক:

৩। টাইলসের ফাঁটা:

৪। বন্ধুর শার্টের প্রিন্ট:

৫। মাদুর বা জায়নামাজের উল্টা দিক:

৬। প্রাচীরে জমা শৈবাল:

৭। বাচ্চা ছেলের মাছ আঁকার প্রচেষ্টা:

৮। পুঁতির কারুকাজ:

৯। কারো শাড়ির আঁচল:

১০। সবুজ মার্বেল পাথর:

দেখলেন তো! না, ছবিগুলোর যে শিরোনাম তার একটাও ঠিক নাই। এগুলো সব স্যাটেলাইট থেকে তোলা পৃথিবীর ছবি।
১। চীনের ইউনান প্রদেশে পাহাড়ের পাদদেশে ধানখেতের ছবি
২। সৌদিআরবের সেঁচপ্রকল্পের ছবি।
৩। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় এগ্রিকালচার ডেভলেপমেন্টের ছবি।
৪। Edson, Kansas, USA এর ছবি।
৫। স্পেনের মাদ্রিদে কবরস্থানের ছবি।
৬। ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের ছবি।
৭। এটি বাহরাইনের ১৫ টি সংযুক্ত দ্বীপ।
৮। Desert Shores Community, Las Vegas, Nevada, USA এর ছবি।
৯। Brønby Municipality, Denmark থেকে তোলা ছবি।
১০। Clearcutting in the El Dorado National Forest, Georgetown, California, USA এর স্যাটেলাইট থেকে তোলা ছবি।
এছাড়া আরো কিছু স্যাটেলাইট থেকে তোলা বিচিত্র ছবি দেখে নিন:

১১)ভেনিস বন্দর, ইটালি

১২)নিউজার্সি, আমেরিকা

১৩) স্পেনের Vineyards-এ আঙুর বাগান

১৪) 309th Aerospace Maintenance and Regeneration Group Tucson, Arizona, USA

১৫) আমেরিকার ক্যালিফোর্নিয়ার কোথাও


Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.