আমাদের অতি চেনা এই পৃথিবী- সেটাকেই বা আমরা কতটুকু চিনি? ফটোগ্রাফারের ছবিতে চেনা পৃথিবীই ধরা পড়ে অচেনা-অদ্ভুত রূপে! প্রতিবছর নাইকন-এর আয়োজনে ‘ফটোমাইক্রোগ্রাফি কম্পিটিশন’ (Photomicrography Competition) নামে মাইক্রো ফটোগ্রাফির প্রতিযোগিতা হয়। সেখান থেকেই অবিশ্বাস্য এবং মুগ্ধকর কিছু ছবি উপস্থাপন করা হচ্ছে প্রিয়.কম-এর পাঠকদের জন্য। ছবিগুলো একইসাথে আপনাকে মুগ্ধ এবং বিস্মিত করবে।
১.
প্রচ্ছদের ছবিটা কি কিউট তাই না! সব কটাই কিন্তু মাছের পোনা। কিউট ছবিটি (6.6x) তুলেছেন মেক্সিকোর Dr. Jaime Gómez-Gutiérrez.
প্রচ্ছদের ছবিটা কি কিউট তাই না! সব কটাই কিন্তু মাছের পোনা। কিউট ছবিটি (6.6x) তুলেছেন মেক্সিকোর Dr. Jaime Gómez-Gutiérrez.
২.
দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু সাবানের ফেনার ছবি (10x)! ছবিটি তুলেছেন গ্রিসের Haris Antonopoulos.
দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু সাবানের ফেনার ছবি (10x)! ছবিটি তুলেছেন গ্রিসের Haris Antonopoulos.
৩.
ফুলের রেণুর এই চমৎকার ছবিটি (40x) তুলেছেন ইসরাইলের Shamuel Silberman.
ফুলের রেণুর এই চমৎকার ছবিটি (40x) তুলেছেন ইসরাইলের Shamuel Silberman.
৪.
ময়ূরের পালক! ছবিটি (50x) তুলেছেন আমেরিকার Charles Krebs.
ময়ূরের পালক! ছবিটি (50x) তুলেছেন আমেরিকার Charles Krebs.
৫.
দেখে কি গাছে ধরা কোন ফল মনে হচ্ছে? অথবা, পুঁইশাকের ডাটায় ধরা গোটা? আসলে, এগুলো গাছের উপর প্রজাপতির ছোট্ট ছোট্ট ডিম! ছবিটি (5x) তুলেছেন আমেরিকার David Millard.
দেখে কি গাছে ধরা কোন ফল মনে হচ্ছে? অথবা, পুঁইশাকের ডাটায় ধরা গোটা? আসলে, এগুলো গাছের উপর প্রজাপতির ছোট্ট ছোট্ট ডিম! ছবিটি (5x) তুলেছেন আমেরিকার David Millard.
৬.
দামী মণি-মুক্তা ভেবে ভুল করবেন না, মাকড়সার জালে আটকে পড়া পানির ফোঁটা ওগুলো! ছবিটি (5x) তুলেছেন ইতালির Massimo Brizzi.
দামী মণি-মুক্তা ভেবে ভুল করবেন না, মাকড়সার জালে আটকে পড়া পানির ফোঁটা ওগুলো! ছবিটি (5x) তুলেছেন ইতালির Massimo Brizzi.
৭. বিষ্মাস করা যায়, এই ভয়াল চেহারা কোন পিঁপীলকার! ছবিটি (4x) তুলেছেন ফ্রান্সের Dimitri Seeboruth.
৮.
স্নায়ু ও পেশী! ছবিটি (40x) তুলেছেন আমেরিকার Dr. David Ward.
স্নায়ু ও পেশী! ছবিটি (40x) তুলেছেন আমেরিকার Dr. David Ward.
৯.
ভিটামিন সি-এর ক্রিস্টাল। ছবিটি (1oox) তুলেছেন মেক্সিকোর Raul M. Gonzalez.
ভিটামিন সি-এর ক্রিস্টাল। ছবিটি (1oox) তুলেছেন মেক্সিকোর Raul M. Gonzalez.
১০.
আপনি হয়তো ভাবছেন, এই অদ্ভুত দেখতে পাথরের টুকরোগুলো কি পৃথিবীতেই পাওয়া যায়, নাকি পৃথিবীর বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে! আরে নাহ্, এগুলো শুকনো মরিচের বিচি! ছবিটি (20x) তুলেছেন ইংল্যান্ডের Michael Crutchley.
আপনি হয়তো ভাবছেন, এই অদ্ভুত দেখতে পাথরের টুকরোগুলো কি পৃথিবীতেই পাওয়া যায়, নাকি পৃথিবীর বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে! আরে নাহ্, এগুলো শুকনো মরিচের বিচি! ছবিটি (20x) তুলেছেন ইংল্যান্ডের Michael Crutchley.