রেবেকা ইসলাম

হয়ত একদিন সব ঠিক হয়ে যাবে
আবার গন্ধ পাবো বাতাসে মাধবীলতার
আবার সুর তুলবে একতারাটা
 মন উঠবে  দুলে  ধানশ্রী রাগে
ইমনের সুরে  হব  মাতাল , হব আনমনা
দু'চোখ ভরে দেখবো দুজনে আকাশের তীব্র রূপ
তারপর ,ভোরের ঘাসে পা মেলে দেয়া
দুপুরের কমলা রোদ গায়ে মেখে  ঘরে ফেরা
সেই আশাতেই বসে থাকা
গরম কফির বুদবুদ ওঠা বিকেলে
অথবা কুন্দন কাজের  মত ঝলমলে সন্ধ্যায়
প্রতীক্ষার তরী বাওয়া একটু একটু করে
বুনে যাওয়া অবিরাম স্বপ্নের নকশী কাঁথা
ধীরে ধীরে নিস্তব্ধে , নিভৃতে
আমি দেয়ালের এপাশে ,
আর  তুমি ........ ওপাশে।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.