পশ্চিম বঙ্গের মমতা ব্যানার্জি মুখ্য মন্ত্রি হবার আগের মমতা আর পরের মমতার মধ্যে অনেক তফাৎ!  ২০০৯ সালের ২৯ জানুয়ারিতে লেখা তাঁর কবিতাটি সেই প্রমাণ বহন করে। এখন মমতা তিস্তার পানি না দিলেও সেই সময় তিনি প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে সন্দেশ-কবিতা-শাড়ি দিয়ে বরণ করেছিলেন। বলেছিলেন, বাংলাদেশ মোদের প্রিয়/ প্রিয় বাংলা ভাষা। বলেছিলেন- দুই বাংলার সেঁতু বন্ধনের কথা। কবিতাটি পড়ুনঃ


মমতা ব্যানার্জির কবিতা 

শেখ হাসিনা 



বঙ্গবন্ধু হৃদপদ্ম চাইলেন না
প্রিয় শেখ হাসিনা
কাছে তিনি অপরূপা
নেই তার তুলনা।
কাছে তুনি অন্য অনন্যা
কখনো আপর আনমোনা
বঙ্গবন্ধু ঘাতকদের
কখনো ক্ষমা করোনা।
বাঙ্গালদেশকে ভালোবাসতে
কখনো করোনা ছলনা
সীমার মাঝে অসীম তুমি
বাংলা তার প্রেরণা।
বাংলাদেশ মোদের প্রিয়
প্রিয় বাংলা ভাষা।
দুই বাংলার সেঁতু বন্ধন
সম্মতি (অস্পষ্ট) আশা।

২৯/১/০৯

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.