মাহমুদ নজির
স্মৃতি গুলো জড়িয়ে রেখেছি বুকে
মমতায়, আদরীয় সুরে!
দুচোখে নেই ঘুম রাতজাগি একা একা
যন্ত্রণায় হৃদয় যায় পুড়ে।
হয়তো ভুলেই যেতাম
যদি না স্বপ্ন এসে দোলা দিতো নীরবে অন্তরে
যদি না পেতাম সুখ আশানিরাশায়
নির্জন মরুভূমি খুঁড়ে!
যতোই ফেরাও মুখ অভিমানে ভুল করে ততোই
খুঁজি ফেলে আসা দিন দূরন্ত
যৌবনের স্মৃতি ;
তোমার দেয়া ভালোবাসা মধুময়
প্রেম, প্রীতি।
স্মৃতি গুলো জড়িয়ে রেখেছি বুকে
মমতায়, আদরীয় সুরে!
দুচোখে নেই ঘুম রাতজাগি একা একা
যন্ত্রণায় হৃদয় যায় পুড়ে।
হয়তো ভুলেই যেতাম
যদি না স্বপ্ন এসে দোলা দিতো নীরবে অন্তরে
যদি না পেতাম সুখ আশানিরাশায়
নির্জন মরুভূমি খুঁড়ে!
যতোই ফেরাও মুখ অভিমানে ভুল করে ততোই
খুঁজি ফেলে আসা দিন দূরন্ত
যৌবনের স্মৃতি ;
তোমার দেয়া ভালোবাসা মধুময়
প্রেম, প্রীতি।