মাহমুদ নজির

কী যেনো বলতে চেয়েছিলে তুমি
দূর থেকে ইশারায়। অকারণ কথার ভিড়ে হারিয়ে ফেলেছি খেই,
অনুভূতি ;  চেতনার নির্ঝর পাহাড়।
ঘুমহীন লাল টকটকে চোখ
পিপাসাকাতর বুক যন্ত্রণায় ছটফট ছটফট করে।  
মাথার উপরে সূর্য ; অলস দুপুর,  নদীর স্রোতের মতো
বয়ে যায় সময় গোলগোল
ঘড়ির কাঁটা টিপে টিপে।
স্বপনের সোনালি ডানায় ভর করে উড়ে যায় রাতজাগাপাখি। 
কানে বাজে নূপুরের ধ্বনি ;
বেলুয়ারি চুরির নিক্কন!

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.