মাটিতে দাঁড়িয়ে আমাদের আশেপাশের এই পৃথিবীটাকে যেমন লাগে, আকাশ থেকে দেখতে তার চাইতে অন্যরকম লাগাটাই স্বাভাবিক। আকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য দেখার সৌভাগ্য সবার হয় না। বিমানচালকেরা এর ব্যতিক্রম। জীবিকা নির্বাহ করতে গিয়েই আকাশ থেকে দেশ বিদেশের রূপ দেখার সৌভাগ্য হয় তাদের। সম্প্রতি ব্রিটিশ এয়ারওয়েজ তাদের পাইলটদের থেকে জানতে চায় আকাশ থেকে দেখা তাদের সবচাইতে প্রিয় দৃশ্য কী? এ থেকেই পাওয়া যায় সিডনি হারবার থেকে শুরু করে মাউন্ট ফুজি পর্যন্ত অনবদ্য সব দৃশ্য, যা দেখে আপনারও পাইলট হয়ে যেতে ইচ্ছে হতে পারে।
১) এই ছবিটি হলো উত্তর আমেরিকার ওপর দিয়ে উড়ে যাবার সময়ে তোলা মেরুপ্রভার দৃশ্য
২) হিথ্রো বিমান বন্দরে যাবার সময়ে তোলা লন্ডন শহরের ছবি
৩) ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক শহর
৪) কেপ টাউন শহরে প্রবেশের সময়ে দেখা টেবল মাউন্টেইন
৫) স্যান ফ্রান্সিস্কো শহরে প্রবেশের সময়ে দেখা গোল্ডেন গেইট ব্রিজ
৬) উত্তর আটলান্টিকের ওপর দিয়ে যাবার সময়ে দেখা বরফে ঢাকা গ্রিনল্যান্ড
৭) পিসা নগরীতে প্রবেশের সময়ে দেখা মন্ট ব্লাঙ্ক
৮) টোকিওতে আসা-যাওয়ার সময়ে দেখা মাউন্ট ফুজি
৯) সিডনি শহর থেকে বের হবার সময়ে দেখা সিডনি হারবার
১০)জলের আলিঙ্গনে আবদ্ধ ভেনিস নগরী
(মূল: হাফিংটন পোস্ট)