কাজল বিনতে শাহিদা
বিশ্ব বিবেক থমকে গেছে চমকেওঠে আকাশঐ
গাজার রক্ত প্রশ্ন তোলে মানবতা গেছে কই?
শিশুর বুকে বুলেট কেন? অনাহারে মরছে ওরা
নিরাপত্তা পেতে মা বোন হচ্ছে কেন ঘরছাড়া ।
মায়ের কোলে শিশুর লাশএ কেমন হিংস্রতা
দেখছে না কী? বিশ্ববাসী মানছে কেন নিরবতা।
আমরা কী নই? বিশ্বমাঝে শান্তিকামী জাতি ,
ঘুমিয়ে কেন জাতিসংঘ কোথায় তার রীতিনীতি।
শিশুর রক্তের হলি খেলা এ কেমন প্রতিশোধ
বিশ্বমুসলিম থমকে কেন? কোথায় তাদের ভ্রাত্বত্ববোধ।
ক্ষমতাধর দেশগুলো, চুপ আরব সরকার ও
উন্মুক্ত গাজার বুক মারো আরো গুলি মারো।