তুষার গলা নিথর সমুদ্রের মত
কেবলই নি:সরণ সারাদেহে;
স্বপ্নের বিভোরে কামনার স্রোতে
বার বার ভেসে যাই-
প্রতিরাতে সংগোপণে নি:শব্দে।
কেমন করে বিছিয়ে দেয় নারী-
সমস্ত অস্তিত্বের কোমল বিছানা;
কি নিপূণ কারুকাজে সজ্জিত অঙ্গ
বাহুর ভাঁজে লুকানো অজানা রত
শিকারীর হয় না মিস নিশানা।
প্রেম দিয়ে পারে বিনোদিনী নারী-
সব কিছু রন্ধ্রে রন্ধ্রে নিপূন মিলাতে;
তবু মনে হয় অলীক তাবৎ স্বর্গসুখ
যেন স্বপ্নাক্রান্ত ছোট্ট এই জীবনে-
ভাঙ্গা কাঁচ তুলে আনা দু’হাতে।
বস্ত্রহীন শরীরে, তৃষিত ঠোঁটের উন্মুক্ততায়
আর কত বাসনার সমুদ্রে জোয়ার-ভাটা;
হৃদয়ের অবরুদ্ধ দরজা খুলবে-
আর কত প্রতিরাতে?
যুগল বাহুডোরে নিভৃতে-নির্জনে,
নারী দেহ খুঁজবে-
আর কত সুখ সম্ভোগে?
কোন যাত্রায় হবে শেষ আনমনে!
(অপ্রকাশিত)