মাহমুদ নজির

দুঃসময়ে ফেরালে মুখ
বুঝলেনা তুমি,
কী  ব্যথায়
পুড়ে যাচ্ছে বুক!
ধুপের ছায়ার মতো
কষ্ট গুলো
বাতাসে যায় ওড়ে,
স্বপ্নগুলো
ভেঙে মাটি হলো।
বেদনার কঠিন জ্বরে
জীবন
জ্বলে ধুকে ধুকে,
অচেতন
আছি শুধু পড়ে।
আশায়  খুঁজি তবু
দিনরাত
হারানো সুখ অনুভূতি,
খুলে বুক  
ব্যাকুল দৃষ্টিপাত!


সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.