নূর হোসেন

দিবসের মাঝে ,রাতের সীমানায়
মন কত দিকে বার বার ছুটে যায়,
শুধু একটি বার থমকে দাঁড়াই
অপরাজেয় বাংলার পাদদেশে
তিনজন অগ্রসৈনিক দাঁড়ায়ে
কী ভাবে?কী বলিতে চাহে,
কোন বার্তা আসিবে আজি
কোন দূত লাশের খবর দেয় এসে
ওঠে তেজিয়া বারাঙ্গনা
চল ছিন্ন করি অরির প্রাণ
দেরী কর কেন তবে?
যুদ্ধ যখন মরন খেলা
বেঁচে থেকে কেন পরাজয়

বিজয় আমাদের হবেই

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.