নূর হোসেন

দুর পথে,ধূসর রাস্তায়,আর কোলাহলে
চলি নিমগ্ন পাখির মেলানো ডানার মত
পাতাঝরা প্রকৃতির টানে যেমন চলে সাপ
পিপীলিকা গুলো যেমন ছুটে আসে
সামান্য মধুর ঘ্রান পেয়ে,
দুর পথে চলিনয় অতি দুরে
সূর্য যেমন চেয়ে থাকে রাক্ষসের মত
আমি ! আমার চেয়ে কম
অজানা আলোর চেনা সুর

তার চেয়ে ভালো পরিচিত মুখ

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.