মাহমুদ নজির
দিলেতো মাথাটা গুলিয়ে
ছিেলম ধ্যানমগ্ন,
চেতনায় মোমবাতি জ্বালিয়ে।
আকস্মিক জাগালে আমায়
চারিদিকে শুনশান নিথর, নীরব!
চারিদিকে শুনশান নিথর, নীরব!
ভালোবাসা মুছে গেছে,
জেগে আছে দিগন্তে রাতের তারা।
ইশারায় ডেকে ছিলো আমাকে কেবল
কপোলে ছুঁয়ে দিতে স্বপ্নের পরশ!
হাত রেখে তুমি তার মুগ্ধতা সরালে।
নিবিড় ঘোরে আছি দেখে দেখে সুগন্ধি বকুল!
ডেকোনা আর আমায়,
খুঁজি আমি জীবনের ভুল।।
মাহমুদ নজির
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত