মাহমুদ নজির
কথাছিলো চিরসাথী হবে আমার
সুখে -দুখে জীবনে মরণে রবে
ঘরগেরস্থালির সকল কাজে।
আঙিনায় শুখাবে বেনারসি,
ব্লাউজ পেটিকোড ;
নানরুটি বানাবে কোমল হাতে।
কথা ছিলো শাকপাতা রেঁধে দিবে,
আলুসিদ্ধ ভাত।
সবতো মিছেমিছি
রাখলেনা কোনো কথা,
অজুহাতে ফেরালে মুখ।
বুকের গভীরে ব্যথা ;
ভালোবেসে দিলে শুধু দুঃখ!
মাহমুদ নজির
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত