আজিম আকাশ

তুমিহীনা সারাবেলা
একাকী নিষ্প্রাণ প্রহর;
কেটে গেলো তোমাকে ভেবে
একে একে বিশটি বছর।
অহর্নিশ বেদনার নীল নীলয়ে-
একাকী আমার নিবাস;
সুখগুলো কেড়ে নিয়ে স্বর্গের খুব
কাছাকাছি তোমার বসবাস।
আজো স্বপ্নহীনতায় নিরেট আঁধারে
হয় প্রতিটি রজনী বিভোর;
তুমি আসবে বলে কতকাল পথপানে
চেয়েছিলাম রাত্রি-দুপুর।
একদা ডানা কাটা স্বপ্নীল পরীর মত
আমাকে মৃদু ছুয়ে বলেছিলে-
এ জীবন তোমার-আমার;
সেই থেকে জীবনের সব এলোমেলো
বিস্মৃতির অতলে স্মৃতিচারণ-
তবু তুমি নেই আজ আমার।
আজ স্বপ্নলোকে চেয়ে দেখি-
ধূসর আকাশে অজস্র রক্ত কমল,
নিমিষেই নিজেকে হারিয়ে ফেলি তাই
থোকা থোকা বেদনার সুনীল ভুবনে;
স্বপ্নেরা তলিয়ে যায় স্মৃতির মহাপ্লাবনে।
জমে থামে বুকের পাঁজরে কিছুু
মেঘভাঙা ঠুনকো স্মৃতি;
তোমাকে ভেবেই টানা হলো না
তাই ভালবাসার ইতি।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.