সাময়িকী.কম ডেস্ক : বিশিষ্ট কবি মোহাম্মদ রফিক জাতীয় কবিতা পরিষদ প্রবর্তিত জাতীয় কবিতা পুরস্কার ২০১৪ লাভ করেছেন। জাতীয় কবিতা উৎসব মঞ্চে সোমবার রাতে কবিকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবীবুল্লা সিরাজী। কবি অসুস্থ থাকায় তার পক্ষে পক্ষে পুরস্কারের ক্রেষ্ট, সনদ গ্রহণ করেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক।
কবি মোহাম্মদ রফিক ১৯৪৩ সালের ২৩ অক্টোবর বাগেরহাট জেলার বৈটপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শামসুদ্দিন আহমদ। কবির প্রকাশিক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : বৈশাখী পূর্ণিমা, ধুলোর সংসারে এই মাটি, কীর্তিনাশা, কপিলা, খোলা কবিতা, গাওদিয়া, স্বদেশী নিঃশ্বাস তুমিময়, মেঘে ও কাদায়, মোহাম্মদ রফিকের নির্বাচিত কবিতা। তিনি ইতিপূর্বে বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, জেবুন্নেসা মাহবুবউল্লাহ কল্যাণ ট্রাস্ট পুরস্কার, আহসান হাবীব সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন।
কবি মোহাম্মদ রফিক ১৯৪৩ সালের ২৩ অক্টোবর বাগেরহাট জেলার বৈটপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শামসুদ্দিন আহমদ। কবির প্রকাশিক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : বৈশাখী পূর্ণিমা, ধুলোর সংসারে এই মাটি, কীর্তিনাশা, কপিলা, খোলা কবিতা, গাওদিয়া, স্বদেশী নিঃশ্বাস তুমিময়, মেঘে ও কাদায়, মোহাম্মদ রফিকের নির্বাচিত কবিতা। তিনি ইতিপূর্বে বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, জেবুন্নেসা মাহবুবউল্লাহ কল্যাণ ট্রাস্ট পুরস্কার, আহসান হাবীব সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন।