স্পোর্টস ডেস্ক
সাময়িকী.কম

তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ ও একটি মাত্র টেস্ট খেলতে জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার (২৯ এপ্রিল) রাতে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিসিবি সূত্র জানায়, দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টেস্টটি খেলা হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

এদিকে ধোনিদের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। জুনে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজতো হচ্ছেই, সঙ্গে নাকি টেস্টও রাখা হতে পারে। বুধবার পত্রিকাটিতে বলা হয়, বাংলাদেশের ক্রিকেট মহল অধীর আগ্রহে তাকিয়ে আছে জুনে ধোনিদের সফরের দিকে। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্সের পর বাংলাদেশ-ভারত টেস্টের সম্ভাবনাও না-কি দেখা দিয়েছে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.