নিজস্ব সংবাদদাতা 
সাময়িকী.কম

ঢাকা : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে শুক্রবার (১৫ এপ্রিল) আগুনে বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। আহত বাবার নাম আবু বকর (৪৫) ও তার ছেলে কাওসারকে (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 
চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে আবু বকরের শরীরের ৪৫ শতাংশ এবং কাওসারের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার ভোর ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে যখন বস্তিতে আগুন লাগে, তখন বেশিরভাগ বাসিন্দা যার যার ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর হৈচৈ শুরু হলে আতংকিত হয়ে তারা বেরিয়ে আসেন। ঠিক সময়ে বেরিয়ে আসতে না পারায় অন্তত পাঁচজন আহত ও দুজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩২টি ঘর ও ৯টি দোকান পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.