সাময়িকী.কম
নিউজ ডেস্ক : ফিফার নির্বাচনে সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো। বৃহস্পতিবার (২১ মে) এই ঘোষণা দেন সাবেক এই তারকা ফুটবলার।
এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল ভ্যান প্রাগ ফিফা সভাপতির নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন লুইস ফিগো।
তিনি জানান, এমন কোন নির্বাচনে তিনি অংশ নেবেন না, যেটাকে সভাপতির নির্বাচন বলা হচ্ছে। এছাড়া, ২৯ মে হতে যাওয়া ফিফার সভাপতি নির্বাচন সুষ্ঠু হবে না বলেও দাবি করেন ফিগো। আর এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০৯টি সদস্য দেশের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ফিফার নতুন সভাপতি।
নিউজ ডেস্ক : ফিফার নির্বাচনে সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো। বৃহস্পতিবার (২১ মে) এই ঘোষণা দেন সাবেক এই তারকা ফুটবলার।
এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল ভ্যান প্রাগ ফিফা সভাপতির নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন লুইস ফিগো।
তিনি জানান, এমন কোন নির্বাচনে তিনি অংশ নেবেন না, যেটাকে সভাপতির নির্বাচন বলা হচ্ছে। এছাড়া, ২৯ মে হতে যাওয়া ফিফার সভাপতি নির্বাচন সুষ্ঠু হবে না বলেও দাবি করেন ফিগো। আর এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০৯টি সদস্য দেশের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ফিফার নতুন সভাপতি।