ফাইল ছবি
সাময়িকী.কম : পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন আগামী ১৫ তারিখ থেকে সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এর আগে আইজিপি বলেছিলেন চলতি বছরের ৩ জুন থেকে সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে পুলিশ। পরে তা স্থগিত করা হয়। 
এ বিষয়ে আইজিপি বলেন, মোটরসাইকেল কোম্পানির মালিকেরা যোগাযোগ মন্ত্রীর কাছে কয়েকদিন সময় চেয়ে নেন। তাই ৩ জুনের পরিবর্তে ১৫ জুলাই থেকে এই অভিযান চলবে।
এ সময়ের মধ্যেই সবাই নিজ নিজ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাবেন বলে আশা প্রকাশ করেন আইজি।  
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.