সাময়িকী.কম
'ভাবতেছি পেইজটাই বন্ধ করে দিব..এত এত খারাপ কমেন্ট দেখতে আর ভালো লাগে না' বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মান। গতকাল শুক্রবার তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।
কেউ কেউ ফেসবুকে সাব্বিরের ছবি আপলোড করা নিয়ে বাজে মন্তব্য করেন। এতে চটে গিয়ে তিনি বলেন, ‘ভাবতেছি পেইজটাই বন্ধ করে দিব..এত এত খারাপ কমেন্ট দেখতে আর ভালো লাগে না...আমরা প্র্যাকটিস বাদ দিয়ে ফটো তুলি না...আর ফটো তুললেই যে সবাই খারাপ খেলে সেটাও সত্য না... মন-মানসিকতা একটু পরিবর্তন করতে চেষ্টা করুন..আর যদি আপনাদের বেশি সমস্যা থাকে তাহলে পেইজে আনলাইক দিয়ে দেন...ধন্যবাদ!!’
গত কয়েকদিন সতীর্থ ক্রিকেটার, প্রিয়জনের সঙ্গে কিংবা নিজের কিছু ছবি ফেসবুক পেজে পোস্ট করেন সাব্বির। এসব ছবির কোনোটিতে বাজে
মন্তব্য করার পরিপ্রেক্ষিতেই তিনি অনুসারীদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন।কেউ কেউ ফেসবুকে সাব্বিরের ছবি আপলোড করা নিয়ে বাজে মন্তব্য করেন। এতে চটে গিয়ে তিনি বলেন, ‘ভাবতেছি পেইজটাই বন্ধ করে দিব..এত এত খারাপ কমেন্ট দেখতে আর ভালো লাগে না...আমরা প্র্যাকটিস বাদ দিয়ে ফটো তুলি না...আর ফটো তুললেই যে সবাই খারাপ খেলে সেটাও সত্য না... মন-মানসিকতা একটু পরিবর্তন করতে চেষ্টা করুন..আর যদি আপনাদের বেশি সমস্যা থাকে তাহলে পেইজে আনলাইক দিয়ে দেন...ধন্যবাদ!!’
গত কয়েকদিন সতীর্থ ক্রিকেটার, প্রিয়জনের সঙ্গে কিংবা নিজের কিছু ছবি ফেসবুক পেজে পোস্ট করেন সাব্বির। এসব ছবির কোনোটিতে বাজে