সাময়িকী.কম

পাকিস্তানের গুজরানওয়ালা জেলায় একটি সেতু অতিক্রমের সময় সেনাবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে গিয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সেনা সদস্য ও সামরিক রসদ বহনকারী ট্রেনটি গুজরানাওয়ালার জামকে চাত্তা এলাকায় দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে। 
 
শুক্রবার (৩ জুলাই) রেলওয়ের উদ্ধারকারী দল পানি থেকে ট্রেনের তিনটি বগি উদ্ধারের পর পাকিস্তান সামরিক বাহিনীর উদ্ধারকারী দল নিহত সবার লাশ উদ্ধার করে। ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করা সম্ভব হয়নি। 
 
বার্তা সংস্থা আইএএনএস ১৯ জন নিহত হওয়ার কথা জানালেও দ্য ডনের প্রতিবেদনে ১৭ জন ‍নিহত ও ৮৫ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তা। 
 
দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ে ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে সাত সদস্যের একটি দল গঠন করা হয়েছে। 
 
ট্রেন লাইনের ফিশপ্লেট জনিত সমস্যা দুর্ঘটনাটির কারণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান রেলওয়ের কয়েকজন কর্মকর্তা।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.