সাময়িকী.কম

তাঁর সঙ্গে ছবি তুলতে অনেকে লজ্জা পান৷ কেউবা আবার অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথা বলতে লজ্জা পান৷ তবে তিনি নিজে যে ‘লাজুক’, একথা বলিপাড়ার অনেকে কষ্ট করেও কল্পনা করেনি৷ বিশেষত যে দুনিয়া থেকে তিনি সিনেজগতে পা রেখেছেন সেই প্রেক্ষিতে তাঁর সঙ্গে লাজুক হওয়ার সম্ভাবনা প্রায় মোলনোই যায় না৷ অথচ তিনি তাই৷ সম্প্রতি নিজের সম্বন্ধে এমনটাই বললেন সানি লিওন৷ এক টেলিভিশন সাক্ষাৎকারে তাঁকে যেভাবে অস্বস্তিকর প্রশ্ন করা হয়েছে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে চারিদিকে৷ এমনটাও শোনা গেছে যে, সেই সাক্ষাৎপর্ব শেষে কেঁদেও পেলেছেন সানি৷ আর তাতে অনেকেই ভেবেছিলেন, সানিকে বাইরে থেকে অনেকে যা মনে করেন, ব্যক্তি সানি তেমনটা নন৷ সে কথা যে সত্যি, জানালেন খোদ সানিই৷ বললেন, তাঁকে দেখে হয়ত অনেকে ভাবতে পারেন না, কিন্তু তিনি খুব লাজুক৷ কোনাে অনুষ্ঠানে হয়ত তিনি কাউকে ‘হাই’, ‘হ্যালো’ বলতে চান৷ কিন্তু বলে উঠতে পারেন না লজ্জার কারণেই৷ অনেকে তাঁকে ‘স্নব’ ভাবতে পারেন, কিন্তু তিনি এরকমই৷ এ অবশ্য নতুন কিছু নয়, সানি জানাচ্ছেন, তিনি বরাবরই এরকম লাজুক৷ বলিপাড়ায় বেশ কয়েক বছর কাটিয়ে ফেললেও, বলিপাড়া কি তাঁকে তেমন করে গ্রহণ করেছে? সানির জবাব, তিনি জানেন না তাঁকে গ্রহণ করা হয়েছে কি না৷ কিন্তু এটুকু মনে হয়েছে যে, যেহেতু তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে কোথাও যাচ্ছেন না, তাই হয়তো মেনে নিয়েছে৷ তবে অনেক বড় বড় সেলেবরা যে এখন তাঁর টুইটের জবাব দিচ্ছেন সে কথা খেয়াল করেছেন তিনি৷ সানির ‘মস্তিজাদে’ মুক্তি পাবে ২৯ জানুয়ারি৷ ‘লাজুক’ সানি যে অন ক্যাম মোটেও লাজুক নন, তা কে না জানে! সূত্র: কলকাতা 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.