সাময়িকী.কম

এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশাটা ঠিক চোখে দেখছেন না রণবীর। আর তাতেই ফাটল পড়েছে ক্যাট-রণ সম্পর্কে। কিছুদিন ধরে টিনসেলে ‘বিগ ব্রেকিং’ ব্রেকআপ হয়েছে ক্যাটরিনা-রণবীর কাপুরের। যদিও এই সম্পর্কে এতদিন মুখ খোলেননি প্রেমিক-প্রেমিকার কেউই। কিন্তু সম্প্রতি ক্যাট বলেন, 'যতদিন না আমি বিয়ে করছি ততদিন আমি সিঙ্গেল আছি আর থাকব। তাই ব্রেকআপের কথাটার কোনো মানেই নেই আমার কাছে'। তবে ক্যাটরিনার এই কথায় ব্রেকআপ আগুনে পড়েছে ঘি। এতদিন যেটা ছিল কেবল উড়ো খবর এখন সেটা আরও জোড়াল হল। নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন ক্যাটরিনা ও রণবীর। লিভিংও করছিলেন। এমনকি শোনা যাচ্ছিল চলতি বছরের বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। কিন্তু সুখবরের বদলে এলও ব্রেকআপের খবর। তবে বরাবরই নিজের ব্যক্তিগত কথা সবার সামনে বলার সাহস দেখিয়েছেন ক্যাট। তা সে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার কাহিনি হোক আর নতুন সম্পর্কের কথা। কিন্তু এবার নিজেকে ‘সিঙ্গল’ কেন বললেন ক্যাট। তাই নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি সত্যি ব্রেকআপ হয়েছে ক্যাট-রণবীরের। সূত্র: কলকাতা 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.