সাময়িকী.কম

শিপন আহমদ
ছবির এই লোকটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যালের ডোম। তিনি গত মঙ্গলবার মেডিক্যাল চত্বরে আবর্জনায় এই নবজাতকের লাশটি ফেলে চলে যান। নিষ্ঠুর এই ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কেউ যদি অবৈধভাবে নবজাতক জন্ম দেয় জীবিত অথবা মৃত তাহলে রাস্তায় কোনো ডাস্টবিনে অথবা জঙ্গলে ফেলে দেয়া হয়, তারপর? সদ্য ভুমিষ্ঠ শিশুটি হয়ে যায় কাক শেয়ালের খাদ্য। কি নিষ্ঠুররা, বর্বরতা। ছবিটি গত মঙ্গলবার তোলা।  সূত্র : কালের কন্ঠ 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.