জলের বুদবুদ
------------
যে মুহূর্তে একটি মানুষ হারিয়ে যায় জগৎ থেকে
সেই মুহূর্তে সে সত্তাটি হয়ে ওঠে একটি
                 বিন্দুর মতো
যা ছোট হতে হতে একসময় হারিয়ে যায়
মাঝখানে সেঁতু কেবল সামান্য কিছুটা সময়।

হায়, জীবন কী শুধুই তবে অর্থহীন
জলের বুদবুদ?


তেপান্তর
---------
এ কোথায় দাঁড়িয়ে আছি, কী এর নাম?
এতটা বেলা পার হয়ে গেলো তবু এখনও জানা হলোনা
কেন এই বিরান মাঠে কানামাছি খেলে যাচ্ছি
                   তোমাদের সাথে?
তোমরা চেনোনা আমাকে, আমিও তোমাদের
অচেনা চোখ বাঁধা একদল মানুষ
খেলে যাচ্ছি অবিরাম
কানামাছি ভোঁ ভোঁ..

রাখাল
-------
কে ওখানে? কে বাঁশি বাজায়?
কার বাঁশি শুনে জলকুমারীরা উঠে আসে
            কাকচক্ষু নীলজল ফেলে
রূপালি চাঁদের ওড়নায় নিজেদের ঢেকে নিয়ে
খুঁজে ফেরে জাদুকর রাখালের যমজ দোসর।
কে ওখানে? কে কাঁদে জোছনায়?

তোমাকে পাবোনা তাই


বাঁশিতে তোমাকে ভরে নেই।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.