নূর হোসেন
আকাশের পানে ,বৃষ্টির প্রতীক্ষায় নির্জনে
দাঁড়িয়ে আছি চাতকের মতো আনমনে—
পিপাসার তরে মাঠ চৌচির,
মনে হয় শত বছরের জীর্ণ ধ্বংসস্তূপ;
নদীগুলো আজ বন্ধ্যা—হারিয়ে যৌবনবেগ
ঠিক আমার মতো তার ভাষাহীন আর্তনাদ,
ধরণী ডুকরে কাঁদে ছলনাময়ী আর্তিতে
ক্ষনিকের পিপাসায় লভে কত অপবাদ—
তখন বিভৎস লাগে জগতের রূপ ৷
ঝর্ণাগুলি আজ কৃপন ,লজ্জায় কাতর
ভাটিতে যেতে চূর্ণ করে সব অহংকার ৷
নদীটি আজ তারই ফল—মাঠ নিরোত্তর,
জীবিকার কাছে তাই জীবন অর্থহীন ৷