সাময়িকী.কম

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে বৈধ পানি সরবরাহ করার লক্ষ্যে ঢাকা ওয়াসার সঙ্গে চারটি এনজিও চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং এনজিওগুলোর পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকা ওয়াসা এবং চারটি এনজিও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), নগর সেবা, এনডিবাস এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (বিএএসএ)-এর মধ্যে এই চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় মহাখালীর সাততলা বস্তিতে প্রায় ৮ হাজার পরিবারকে পানির বৈধ সংযোগ প্রদান করা হবে। প্রথম পর্যায়ে উল্লেখিত ৪টি এনজিও চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে বস্তিতে ১০৪টি পরিবারকে পানির সংযোগ প্রদান করবে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায়, এফসিএমএ এবং এনজিওগুলোর পক্ষে স্ব-স্ব নির্বাহীগণ চুক্তিপত্রে সই করেন।

তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসা ২০১৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজধানীর সব বস্তিতে পানির বৈধ সংযোগ প্রদানে অঙ্গীকারবদ্ধ।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.