আরিফ বিন নজরুল


এক পলকে তোকে
লেগেছে ভালো,
দেখেছি চোখে তোর
মায়াবি আলো ।


সেই আলোয় নেইতো
দুখেরই ছায়া,
পুরোটাই যেন শুধু
প্রেমেরই মায়া ।

দেখেছি ঠোটে তোর
মিস্টি হাসি,
দেখছে এই মনটা
স্বপ্ন রাশি ।


করবো যে তোকে
স্বপ্নেরই রাণী,
তুইতো হবি শুধু
আমারই জানি ।


পেতে যদি চাস
সব টুকু সুখ,
তোর জন্য রেখেছি
খোলা এই বুক ।


জীবন সাথী হলেই
আগেই জানাবি,
নয়তো হয় সত্যি
আমায় হারাবি ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.