মনুষ্যত্বের রঙ

চিন্তার চৌরাঙ্গিতে গঙ্গাস্নান করে নীল সূতো বেয়ে নামে উইপোকা, মানুষের মনুষ্যত্বের রঙ সভ্যতার মাপকাঠিতে ধূসর; নাগরিক জীবনের আদিমতা বৃশ্চিকদংশনের নখাগ্রে, ডিজিটাল প্রযুক্তির জোয়ারে আজ বিশ্বাসেরই বিশ্বাসের অভাব।


সেরা প্রেমিকা

গ্রীষ্ম নয় বর্ষাকেই এখন শতাব্দির সেরা প্রেমিকা মনে হয়, গত শতকের সব চাওয়া পাওয়ার হিসাব অস্তাচলের ম্লান রেখায়পুরনো সওদাগরের চিন্তায় মরীচিকামাকড়শা বাসা বাঁধে ভালবেসেকেবল বর্ষাই বাঁধে না।

রাধা

বিষ্ময়ী পিঁপড়ার চোখ বেয়ে নেমে আসে যৌবনের অন্ধকার, কামরূপকামাখ্যার চেতনার ওরসে জন্ম চোখহীন উলুদের গর্ভে অষ্টরম্ভা! তবু তারাই চোখে দেখে বেশি; অনুভূতির দিগন্তে কালের পুরনো শামুক; মহাকালের গুমোট অন্ধকার স্নান করা পরিত্যক্ত ঝিনুকে মুক্তো নয় রাধা- কেবল নক্ষত্রের চেতনায় খুঁজে নিতে হয়।

মুনশি আলিম
শিবগঞ্জ, সিলেট

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.