একটুকরো বাদামী প্রেম
প্রত্যাশার ওয়াডড্রফে ভ্যাঁপাসে ছত্রাকের বিস্তৃত পরিসর থেকে পুরাতন পাংশুটে স্বপ্ন বেরিয়ে নতুনের পথে, দূর দিগন্তে সোনালি আলোর ক্যানভাসে একটুকরো বাদামী প্রেম অদ্ভুত কুয়াশার চাদরে নৈঃশব্দে 

কাব্যসুধা
বিকিনি পড়া সময়ের পাদপৃষ্ঠে কাকঘুম স্বপ্নের নির্যাস পান করে গোপন সৌন্দর্য সৃষ্টির পথে উন্মুখ- শব্দ সমুদ্রে তোমার চুম্বনের তরী আল্পনার তিলক আঁকে; কালের খাণ্ডব দাহন ছুঁয়েও ভাবের রাজপথে উসখুস মিছিলের প্রেম বৃন্দাবন, কাশি, গয়া হয়ে ফিরতি পথে। প্রকৃতির জৌলুস্য পান করে তৃপ্তির বাসরে  উন্মুখ আঁখি- সভ্যতার কাদামাটিতে লেপ্টে আছে তোমর তৃতীয় বিশ্বের মত মন। কাব্যের সুধাপানে ক্রমাগতই গর্ভবতী তোমার চোখ- অন্যরকম সাজে।
মুনশি আলিম
ব্রাহ্মণপাড়া, শিবগঞ্জ, সিলেট

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.