মুর্শিদা সরকার

মা ডাক অতি মিষ্টি এই কথা অতি সত্যি
আমার মাযের ডাকে আধারে চাদ হাসে ,
মা থাকলে পাশে বাগানে ফুল ফোটে
মা থাকলে পাশে সাগরে ঢেউ ওঠে ,
মাযের আদরে ভোরবেলা ডেকে ওঠে
একরাশ হলুদ সপন।
মা ডাকে খোকা বলে যখন
সব ক্লান্তি দূর হয় তখন।
মা কাছে আছে যার তার আর কি দরকার
মা নাই যার তার দুনিয়াটা অন্ধকার।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.